kalerkantho

বুধবার । ১৭ জুলাই ২০১৯। ২ শ্রাবণ ১৪২৬। ১৩ জিলকদ ১৪৪০

সেরা আর্থিক প্রতিষ্ঠানের পুরস্কার পেল আইপিডিসি

বাণিজ্য ডেস্ক   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেরা আর্থিক প্রতিষ্ঠানের পুরস্কার পেল আইপিডিসি

আইপিডিসি : ‘বেস্ট ফিন্যানশিয়াল ইনস্টিটিউট অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে ড. গওহর রিজভীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম

‘বেস্ট ফিন্যানশিয়াল ইনস্টিটিউট অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে ১৮তম ডিএইচএল-ডেইলি স্টার ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। বিগত বছরগুলোর ভালো পারফরম্যান্স এবং দেশের সবচেয়ে শক্তিশালী ও দ্রুত প্রবৃদ্ধিশীল নন-ব্যাংকিং ফিন্যানশিয়াল ইনস্টিটিউশন হওয়ার স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল ও ডেইলি স্টার এই সম্মাননা প্রদান করে থাকে। সম্প্রতি রাজধানীর র‌্যাডিসন হোটেলে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভারতের আইটি শিল্প বিষয়ে বক্তব্য দেন ইনফসিসের সহপ্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি।

প্রধান অতিথির হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন আইপিডিসির এমডি ও সিইও মমিনুল ইসলাম।

মন্তব্য