kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে এনভয় টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক   

৭ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এনভয় টেক্সটাইল প্রেফারেন্স শেয়ার ইস্যু করে মূলধন উত্তোলন করবে। কম্পানিটির পরিচালনা পর্ষদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের পরই ইস্যু করবে।

গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানা যায়।

কম্পানিটি আট কোটি ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করে ৮৭ কোটি টাকা মূলধন উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা। পাঁচ বছর মেয়াদি এই শেয়ার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। উত্তোলিত অর্থ দিয়ে কম্পানির কারখানার আধুনিকায়ন, উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণ এবং উচ্চ ঋণের সুদ পরিশোধ করবে।

মন্তব্যসাতদিনের সেরা