kalerkantho

কাল শুরু আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগকারী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   

৭ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে ঢাকায় চার দিনের আর্থিক সাক্ষরতা ও বিনিয়োগকারীর সুরক্ষা সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামীকাল ৮ জুলাই সোমবার থেকে ১১ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে, যাতে পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

গতকাল শনিবার আগারগাঁওয়ের কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়ার প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফিন্যানশিয়াল রেগুলেটর ট্রেনিং ইনিশিয়েটিভের আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হবে। যাতে বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিপাইনসহ ১০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সোনারগাঁও হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্যসাতদিনের সেরা