kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

উবার আগামী কয়েক বছরে প্রবৃদ্ধি অর্জনে মনোযোগী বলে জানালেন কম্পানির সিইও দারা খোশরোশাহি

১৭ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউবার আগামী কয়েক বছরে প্রবৃদ্ধি অর্জনে মনোযোগী বলে জানালেন কম্পানির সিইও দারা খোশরোশাহি

উবার আগামী কয়েক বছরে প্রবৃদ্ধি অর্জনে মনোযোগী বলে জানালেন কম্পানির সিইও দারা খোশরোশাহি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে বাজার অস্থির হওয়ায় কম্পানির আইপিওতে দরপতন ঘটেছে, এতে করার কিছু ছিল না। তবে এটা দীর্ঘ মেয়াদে হবে না। তিনি জানান, ইলেকট্রিক বাইক, স্কুটার, খাদ্য সরবরাহ ও উড়াল ট্যাক্সির দিকেও মনোযোগ দিচ্ছে উবার।

 

দারা খোশরোশাহি, সিইও, উবার

মন্তব্যসাতদিনের সেরা