kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

মার্সেলের এসি বিক্রিতে রেকর্ড প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   

৯ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেমার্সেলের এসি বিক্রিতে রেকর্ড প্রবৃদ্ধি

মার্সেল করপোরেট অফিসে আয়োজিত ‘সেলিব্রেশন অব বুমিং সেলস অব মার্সেল এয়ারকন্ডিশনার’ অনুষ্ঠানে ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, মো. তানভীর রহমান, ড. মো. সাখাওয়াৎ হোসেন, সিরাজুল ইসলাম, অপারেটিভ ডিরেক্টর প্রকৌশলী ইসহাক রনি প্রমুখ।

এয়ারকন্ডিশনার বা এসি বিক্রিতে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গত বছরের একই সময়ের চেয়ে ২১৬.৫৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মার্সেলের। সম্প্রতি রাজধানীতে মার্সেল করপোরেট অফিসে আয়োজিত ‘সেলিব্রেশন অব বুমিং সেলস অব মার্সেল এয়ারকন্ডিশনার’ প্রগ্রামে এসব তথ্য জানানো হয়। সে সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, মো. তানভীর রহমান, ড. মো. সাখাওয়াৎ হোসেন ও সিরাজুল ইসলাম, অপারেটিভ ডিরেক্টর প্রকৌশলী ইসহাক রনি, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, বিগত বছরগুলোর তুলনায় এ বছর গরম পড়েছে বেশি। সেই সঙ্গে দেশব্যাপী এসির চাহিদা বেড়েছে। গত বছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে মার্সেল এসি বিক্রি বেশি হয়েছে প্রায় ২১৬.৫৪ শতাংশ। এ ছাড়া ২০১৮ সালের মে মাসের তুলনায় চলতি বছরের মেতে এসি বিক্রি হয়েছে প্রায় ৪৫১ শতাংশ বেশি।

মার্সেল এসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান জানান, চলতি বছরের শুরুতে স্থানীয় বাজারে অত্যাধুনিক প্রযুক্তির নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে মার্সেল। এর মধ্যে রয়েছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার, আয়োনাইজার, টার্বো কুলিং মুড, আইওটি বেইসড স্মার্ট এসি। এসব এসি দামে যেমন সাশ্রয়ী, তেমনি মানের দিক থেকেও অনেক উন্নত। তিনি জানান, মার্সেল এসিতে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ফ্রি ইনস্টলেশন সুবিধার পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি সুবিধা দেওয়া হচ্ছে।

মার্সেল এসির চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী ইসহাক রনি জানান, গত ফেব্রুয়ারি মাস থেকে গ্রাহকরা যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি জমা দিয়ে মার্সেলের নতুন এসি কিনতে পারছেন। সারা দেশে মার্সেলের যেকোনো শোরু্নমে পুরনো এসি জমা দিয়ে মার্সেলের নতুন এসি ২৫ শতাংশ ছাড়ে কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহক। ফলে এসি বিক্রি ব্যাপক বেড়েছে।

এই সুবিধার পাশাপাশি ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় মার্সেল এসি কিনে রেজিস্ট্রেশন করলেই গ্রাহকরা পেতে পারেন লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার, এক বছরের বিদ্যুৎ বিলসহ হাজার হাজার ফ্রি পণ্য।

এদিকে মার্সেল এসি কিনে গ্রাহক তাঁর মোবাইল ফোনে এসির কলার টিউন সেট করলে এবং ক্রয়কৃত এসি ইনস্টল করার পর ছবি ফেসবুকে আপলোড করলেই এক হাজার টাকা ক্যাশব্যাক।

মন্তব্যসাতদিনের সেরা