kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

ঈদে ১২০০ ডিজাইনের জুতা এনেছে বাটা

বাণিজ্য সংবাদ   

২৪ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে বরাবরের মতো এই ঈদেও প্রতিদিন বাটায় থাকছে নতুন কালেকশন। এবার বাটা এক হাজার ২০০টির বেশি ডিজাইন এনেছে। যার মধ্যে আছে জুতা, হ্যান্ডব্যাগ, অ্যাকসেসরিজসহ অনেক কিছু। এ প্রসঙ্গে বাটার হেড অব রিটেইল এ এ মো. আরফানুল হক বলেছেন, ‘আমাদের প্রতিটি সিদ্ধান্ত গ্রাহকের পছন্দ, রুচিকে মাথায় রেখেই নেওয়া হয়। সব সময় চেষ্টা থাকে ক্রেতারা যাতে বাটায় এসে শপিংয়ের দারুণ একটি অভিজ্ঞতা পায়। ঈদ শপিং নিয়ে এ দেশের মানুষের কেমন আগ্রহ থাকে সেটা বিবেচনা করে প্রতিবারই আমরা ভিন্নধর্মী আকর্ষণীয় ডিজাইন নিয়ে আসি।

মন্তব্য