kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক   

২৪ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের দুই পুঁজিবাজারে গতকাল বৃহস্পতিবার আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে; কিন্তু মূল্যসূচক সামান্য হ্রাস পেয়েছে। উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতিভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর হওয়ার ঘোষণার পরদিন সূচক কমল।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৪৮ লাখ টাকা আর সূচক কমেছে ০.৩৫ পয়েন্ট। দিন শেষে সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৫০ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩২ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসইসি) লেনদেন হয়েছে ১৮ কোটি ২৩ লাখ টাকা আর সূচক কমেছে ০.৩৫ পয়েন্ট।

মন্তব্যসাতদিনের সেরা