kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

ডিপিডিসির কল সেন্টার উদ্বোধন

বাণিজ্য ডেস্ক   

১৭ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিদ্যুৎ ভবনের মুক্তি হলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির কল সেন্টার উদ্বোধন করা হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বতন্ত্র কল সেন্টার স্থাপন করল ডিপিডিসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন ড. আহমদ কায়কাউস, সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ মোহাম্মদ শফিকউল্লাহ, চেয়ারম্যান, ডিপিডিসি পরিচালনা পর্ষদ এবং খালেদ মাহমুদ, চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। কল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে ডিপিডিসির সব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা