kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

সিআইএমএর শতবর্ষ উদ্‌যাপন

বাণিজ্য ডেস্ক   

১৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বের সবচেয়ে বড় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশাজীবী সংগঠন চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিআইএমএ) দুই লাখ ৩৭ হাজার সদস্য এবং শিক্ষার্থী নিয়ে বিশ্বের ১৮৪টি দেশে ব্যবসার প্রাণকেন্দ্রে কাজ করে যাচ্ছে। সম্প্রতি সংগঠনটি ঢাকার লং বিচ হোটেলে শতবর্ষ উদ্‌যাপন করল। অনুষ্ঠানে সিআইএমএএর সদস্যরা অংশগ্রহণ করেন।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এম কবির ইয়াকুব, এফসিএমএ, সিজিএমএ, বোর্ড অফ ডিরেক্টর, পূবালী ব্যাংক; মোহাম্মদ জাহিদ হোসেইন, এসিএমএ, সিজিএমএ, মেম্বার, বোর্ড অফ ডিরেক্টরস, বাপেক্স, বাংলাদেশ সরকার, সিআইএমএ প্রতিনিধি; ভাস্কর রঞ্জন দাস, অ্যাসোসিয়েট ডিরেক্টর সিআইএমএ; অজয় লালওয়ানি, কান্ট্রি হেড ভারত, নেপাল, বাংলাদেশ-সিআইএমএ; মিনাল আওয়াস্তি, ম্যানেজার মার্কেটিং মেসান রিজিয়ন সিআইএমএ।

এম কবির ইয়াকুব ১৯১৯ থেকে সিআইএমএএর বিবর্তন নিয়ে কথা বলেন এবং ফাইন্যান্স এবং ফাইন্যান্স ফাংশনে এই পেশাজীবী সংগঠনটির ভূমিকা এবং এর শীক্ষার্থী, সদস্যদের অবস্থা সেই সঙ্গে ব্যবসায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁদের অবদান তুলে ধরেন।

মন্তব্য