kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

টেলিটকে পরীক্ষার ফল যাচাই

বাণিজ্য ডেস্ক   

১৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটেলিটকে পরীক্ষার ফল যাচাই

দেশজুড়ে সমন্বিত সুবিধা প্রদানের লক্ষ্যে যুগোপযোগী সেবার উদ্ভাবন করে চলেছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন কম্পানি টেলিটক। এবার দুটি নতুন উদ্ভাবনী সেবা এনেছে। এপিআইভিত্তিক ফলাফল যাচাই ও অনলাইনের মাধ্যমে ভর্তি পদ্ধতি চাুল করেছে টেলিটক। এখন থেকে পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি পর্যায়ে প্রার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের অনুসন্ধান ও প্রাতিষ্ঠানিক প্রয়োজন মেটাতে এপিআইভিত্তিক অনুসন্ধান করতে পারবেন। অর্থাৎ এককভিত্তিক অনুসন্ধানের পাশাপাশি মেশিন টু মেশিনের মাধ্যমে লক্ষাধিক ডাটা একই সঙ্গে যাচাই ও নিরীক্ষণ করা যাবে।

দুর্যোগের আগাম বার্তা : আইভিআর সিস্টেম সেবার মাধ্যমে দেশের আবহাওয়া বার্তা প্রদান করা হয়। এবার সনাতন পদ্ধতি পরিহার করে নতুন উদ্ভাবনী আইভিআর সিস্টেমের মাধ্যমে প্রতি সেকেন্ডে ২০ হাজার গ্রাহক আবহাওয়া বার্তা গ্রহণ করতে পারবে। এসংক্রান্ত ১০৯০ শর্ট কোডে কল করে যেকোনো মোবাইল থেকে আবহাওয়ার তাত্ক্ষণিক আপডেট পাওয়া যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় ‘ফনী’ চলাকালে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় থাকা ৩০ লাখ গ্রাহক জরুরি আবহাওয়া সতর্ক বার্তা গ্রহণ করেন।

মন্তব্যসাতদিনের সেরা