kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

স্টেপের বিক্রয়কেন্দ্র এবার ওয়ারীতে

বাণিজ্য ডেস্ক   

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্টেপের বিক্রয়কেন্দ্র এবার ওয়ারীতে

স্টেপ : জুতার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার রাজধানীর ওয়ারীতে যাত্রা শুরু করেছে। বিক্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অহনা। আরো ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির

স্বনামধন্য জুতার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার রাজধানীর ওয়ারীতে যাত্রা শুরু করেছে। সম্প্রতি র‌্যাংকিং স্ট্রিটে এক বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে স্টেপের এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মডেল ও অভিনেত্রী অহনা। তিনি বলেন, ‘দেখতে সুন্দর এবং পরতে আরাম—এই দুইয়ের মিশেলে স্টেপের জুতাই আমার সব সময়ের সঙ্গী। ঘরে-বাইরে, এমনকি শুটিংয়েও আমি স্টেপের জুতা হরহামেশা পরি।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। তিনি বলেন, জুতা এখন শুধুই ফ্যাশনের অনুষঙ্গই নয়, যেকোনো বয়সী মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটি উপকরণ। তিনি আরো বলেন, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে সঠিক জুতা না পরলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ফলে সবাইকে সঠিক জুতা পরতে হবে। এখন আর ওয়ারীর মানুষজনকে জুতা কিনতে দূরে যেতে হবে না।

মন্তব্যসাতদিনের সেরা