kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়ল ১.৭%

বাণিজ্য ডেস্ক   

২২ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়ল ১.৭%

টানা দুই মাস বিশ্ববাজারে বেড়েছে খাদ্যপণ্যের দাম। জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও ১.৭ শতাংশ দাম বাড়ার কথা জানাল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থা জানায়, দুগ্ধপণ্যের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে সার্বিক খাদ্যপণ্যের বাজারে। গত ফেব্রুয়ারি মাসের এফএওর খাদ্য সূচক দাঁড়ায় ১৬৭.৫ পয়েন্ট, যা গত জানুয়ারির চেয়ে ১.৭ শতাংশ বেশি। তবে এ দাম এখনো এক বছর আগের একই সময়ের চেয়ে ২.৩ শতাংশ কম।

আমদানি চাহিদা বাড়ায় দুগ্ধপণ্যের দাম জানুয়ারির চেয়ে বেড়েছে ৫.৬ শতাংশ। এর পাশাপাশি ভোজ্য তেলের দাম বেড়েছে ১.৮ শতাংশ এবং চিনির দাম বেড়েছে ১.২ শতাংশ। বছরের প্রথম মাস জানুয়ারিতে খাদ্যপণ্যের দাম বেড়েছে ১.৮ শতাংশ।

সংস্থা জানায়, ২০১৮-১৯ মৌসুমে বিশ্বে খাদ্যশস্যের ব্যবহার হবে দুই হাজার ৬৫৭ মিলিয়ন টন, যা ২০১৭-১৮ মৌসুমের চেয়ে ১.৭ শতাংশ বেশি। গবাদি পশুর খাবার হিসেবে শস্যের চাহিদা বাড়বে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও চীনে গমের চাহিদা বাড়বে অন্যদিকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ভুট্টার ব্যবহার বাড়বে। এতে বিশ্বে খাদ্যশস্যের মজুদ ৪৫ মিলিয়ন টন বা ৫.৬ শতাংশ কমবে।

২০১৯ সালে বিশ্বে ৭৫৭ মিলিয়ন টন গম উৎপাদন হবে, যা ২০১৮ সালের পর্যায় থেকে ৪ শতাংশ বেশি। ২০১৮-১৯ মৌসুমে খাদ্যশস্যের আন্তর্জাতিক বাণিজ্য হবে ৪১৬ মিলিয়ন টন, যা আগের মৌসুমের চেয়ে কিছুটা কম। রয়টার্স।

মন্তব্যসাতদিনের সেরা