kalerkantho

ডিএসইতে সূচক বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   

১৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশেয়ার বিক্রির চাপ বেশি থাকায় পুঁজিবাজারে নিম্নমুখী অবস্থার সৃষ্টি হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও লেনদেন হ্রাস পেয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৫ কোটি টাকা। আর সূচক বেড়েছে ২ পয়েন্ট। আগের দিনের চেয়ে সূচক বাড়লেও লেনদেন কমেছে অনেক।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সকাল ১১টা পর্যন্ত শেয়ার কেনার চাপ থাকলেও পরে বিক্রি বাড়লেও সূচক সামান্যই বাড়ে কিন্তু লেনদেন কমেছে। দিনের সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৫৫ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ১৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৩ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ০.৬৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩৪৭টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, দাম কমেছে ২৩১টির।

মন্তব্যসাতদিনের সেরা