kalerkantho

মার্সেলের নতুন লোগো উন্মোচন

নিজস্ব প্রতিবেদক   

১৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমার্সেলের নতুন লোগো উন্মোচন

মার্সেল : কেক কেটে মার্সেলের নতুন লোগো উন্মোচন করেন প্রতিষ্ঠানটির পরিচালক এস এম নূরুল আলম রেজভী, এস এম শামসুল আলম, এস এম আশরাফুল আলম এবং এস এম রেজাউল আলম। সংবাদ বিজ্ঞপ্তি।

লোগো পরিবর্তন করেছে মার্সেল। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় দেশের সহস্রাধিক ইলেকট্রনিকস পণ্য ব্যবসায়ীর উপস্থিতিতে মার্সেলের নতুন লোগো উন্মোচন করেন প্রতিষ্ঠানটির পরিচালক এস এম নূরুল আলম রেজভী, এস এম শামসুল আলম এবং এস এম আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক এস এম রেজাউল আলম, নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াত হোসেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর চিত্রনায়ক আমিন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গতকাল সকালে ‘লেটস এচিভ দ্য গোল টুগেদার’ স্লোগানে শুরু হয় মার্সেল পরিবেশক সম্মেলন-২০১৯। যেখানে অংশ নেন দেশের শীর্ষ ইলেকট্রনিকস পণ্য ব্যবসায়ীরা। বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধনের পর কেক কেটে নতুন লোগো উন্মোচন করা হয়। এস এম আশরাফুল আলম বলেন, ‘আমরা নতুনভাবে, নতুন উদ্যমে যাত্রা শুরু করলাম। আমাদের দৃঢ় বিশ্বাস খুব শিগগিরই ইলেকট্রনিকস পণ্যের জগৎকে নেতৃত্ব দেবে মার্সেল।’

মন্তব্যসাতদিনের সেরা