kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

মেগা প্রকল্পে বরাদ্দ বাড়বে

বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ৮.৫%

নিজস্ব প্রতিবেদক   

২০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ৮.৫%

আগামী ২০১৯-২০ অর্থবছরে বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হবে ৮.৫ শতাংশ। বাজেটে কথা কম থাকবে কিন্তু আকারে কমবে না।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনাসভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সবার সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে বাজেটের আকার নির্ধারণ করব। প্রবৃদ্ধি অর্জন যেন ৮.৫ শতাংশ হয় সেই হিসাব মাথায় রেখে বাজেট ঘোষণা করা হবে। আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকি পালিত হবে। সেই স্পিরিট থেকে এই জিডিপি প্রবৃদ্ধি অর্জনের চেষ্টা করা হবে।’

সভায় অর্থনীতিবিদরা ব্যাংকিং খাতে সংস্কার, এনবিআরকে শক্তিশালীকরণ, কর ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনা, কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন বলে জানান অর্থমন্ত্রী। জবাবে তিনি বলেন, কর জিপিডি অনুপাত বাড়াতে এনবিআরকে শক্তিশালী করে অটোমেশনের আওতায় আনা হবে।

শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিবিদরা শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। বাস্তবতা হলো—প্রকল্পে শিক্ষার জন্য আলাদা অঙ্গ থাকে। শুধু প্রাইমারি শিক্ষাই শিক্ষা না, এর বিষয়টা অনেক বিস্তৃত। সেই হিসাবে শিক্ষায় কখনো বরাদ্দ কমে না, বরং বাড়ে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। তাই আগামী বাজেটে মেগা প্রকল্পের জন্য বরাদ্দ বেশি রাখব, যাতে প্রকল্পগুলো দ্রুত শেষ করা যায়।’

মন্তব্যসাতদিনের সেরা