kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

পুঁজিবাজারে সূচক বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   

৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচকও বেড়েছে। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ২৭ লাখ টাকা। আর সূচক বেড়েছে ১১ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৬৮৯ কোটি ২৪ লাখ টাকা। আর সূচক কমেছিল প্রায় ২৭ পয়েন্ট। সেই হিসেবে সূচক বাড়লেও কমেছে লেনদেন। দিন শেষে সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭২৩ পয়েন্ট। ডিএস-৩০ মূল্যসূচক ৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ২ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩৪০ কম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, দাম কমেছে ১৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮ কম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ১৩ লাখ টাকা। আর সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ২৩ কোটি ১১ লাখ টাকা। রবিবার লেনদেন হওয়া ২৫৪ কম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, দাম কমেছে ৯৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪১ কম্পানির শেয়ারের দাম।

 

মন্তব্যসাতদিনের সেরা