kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত অনিল আম্বানি

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত অনিল আম্বানি

ভারতের শীর্ষ ধনকুবের ও রিলায়েন্স কমিউনিকেশনের চেয়ারম্যান অনিল আম্বানিকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে টেলিকম জায়ান্ট এরিকসন-ইন্ডিয়ার ৪৫৩ কোটি রুপি পরিশোধ না করলে তিন মাসের কারাদণ্ড হতে পারে তাঁর। এরিকসন-ইন্ডিয়ার সঙ্গে ২০১৪ সালে রিলায়েন্স কমিউনিকেশনের একটি চুক্তি হয়। কিন্তু ২০১৭ সালে রিলায়েন্স কমিউনিকেশন বন্ধ হলে তাদের কাছ থেকে পাওনা ৫৫০ কোটি রুপি ফিরে পেতে ন্যাশনাল কম্পানি ল আপিল ট্রাইব্যুনালে মামলা করে এরিকসন-ইন্ডিয়া।

মন্তব্যসাতদিনের সেরা