kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

খুলনায় পর্দা নামল ডিজিটাল এক্সপোর

খুলনা অফিস   

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিশু-কিশোরসহ নানা বয়সী দর্শনার্থীর উপস্থিতিতে খুলনায় বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ডিজিটাল এক্সপো শেষ হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ মেলা শেষ হয়। এর আগে গত সোমবার নগরীর হোটেল সিটি ইনে এ মেলা শুরু হয়।

মেলায় তথ্য-প্রযুক্তি খাতের ৩৪টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়।

ব্যবসায়ী সাজ্জাত হোসেন প্রিন্স বলেন, খুলনায় এখন তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাই এই মেলায় শিক্ষার্থীদের উপস্থিতি বেশি ছিল।

বিসিএস খুলনা শাখার চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘মেলায় সাধারণ মানুষের উপস্থিতিতে আমরা খুশি। তবে এটি আরো বড় পরিসরে করতে পারলে ভালো লাগত। খুলনায় প্রতিবছরই এ ধরনের মেলা করা সম্ভব।’

মন্তব্যসাতদিনের সেরা