kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

মূল বাজারে ফিরল তিন কম্পানি

নিজস্ব প্রতিবেদক   

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅস্বাভাবিক মূল্যবৃদ্ধি থামাতে বাধ্যতামূলক স্পট মার্কেট থেকে মূল বাজারে ফিরেছে তিন কম্পানি। কম্পানিগুলো হলো মুন্নু সিরামিক, মুন্নু জুট স্টাফলার্স ও স্টাইল ক্রাফট। মঙ্গলবার বিএসইসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে কম্পানিগুলোকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যা গতকাল ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

গত বছরের ১৬ আগস্ট মুন্নু সিরামিককে স্পটে ও মুন্নু স্টাফলার্সের লেনদেন স্থগিতাদেশ দিয়েছিল বিএসইসি। পরবর্তী সময় ১৭ অক্টোবর মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার লেনদেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কম্পানিটিকে অনির্দিষ্টকালের জন্য স্পট মার্কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়।

মন্তব্যসাতদিনের সেরা