kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

জাহাজ নির্মাণে করপোরেট কর তুলে দেওয়ার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক   

২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআসন্ন বাজেটে জাহাজ নির্মাণ শিল্প খাতে বিদ্যমান ৩৫ শতাংশ করপোরেট কর তুলে দেওয়ার দাবি জানিয়েছে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ। চলতি অর্থবছরের বাজেটে এ খাতে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) তুলে দেওয়ায় দেশীয় জাহাজ নির্মাণ খাতে উদ্যোক্তাদের আগ্রহ বেড়েছে। করপোরেট কর প্রত্যাহার করলে দ্রুত এ শিল্প খাতের বিকাশ ঘটবে। এর ফলে সমুদ্রপথে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের অংশগ্রহণ বাড়বে।

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের এক প্রতিনিধিদল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠককালে এ দাবি জানান। শিল্প মন্ত্রণালয়ে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের চেয়ারম্যান মো. রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান, পরিচালক আরজু রহমান ভূঁইয়া, আফসার উদ্দিন আহমেদ, এ কে এম আমিনুল মান্নান, মো. বখতিয়ার, জিয়াউল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের এক প্রতিনিধিদল শিল্পমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করে। তাঁরা শিল্প হিসেবে ঘোষিত চলচ্চিত্রের অনুকূলে প্রয়োজনীয় সুবিধা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তাঁরা চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নে সরকারের পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ দেন। তাঁরা দেশীয় চলচ্চিত্রের সুরক্ষায় সিনেপ্লেক্স, মিনিপ্লেক্স ও উপজেলা শহরে অবস্থিত সিনেমা হলগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও আসন ব্যবস্থা স্থাপনে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান গুলজার এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা