kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

প্যারিসে টেক্সওয়ার্ল্ড প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্যারিসে টেক্সওয়ার্ল্ড প্রদর্শনী শুরু

প্যারিসে গতকাল সোমবার শুরু হয়েছে টেক্সওয়ার্ল্ড/অ্যাপারেল সোর্সিং প্রদর্শনী। মেসে ফ্রাংকফুর্টের আয়োজনে এই প্রদর্শনী চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এতে বাংলাদেশি ২৯ জন প্রদর্শক তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। এর মধ্যে আছে ফ্যাব্রিকস ক্যাটাগরিতে আকিজ টেক্সটাইল, এক্সপেরিয়েন্স টেক্সটাইল, মমটেক্স এক্সপো, সিলভার কম্পোজিট, যাবের অ্যান্ড যুবায়ের ফ্যাব্রিকস।

ডেনিম ক্যাটাগরিতে অংশ নিচ্ছে এরন ডেনিম, আরগন ডেনিম, চিটাগাং ডেনিম মিলস, এভিন্স টেক্সটাইল, এনযে টেক্সটাইল, নাইস ডেনিম। এ ছাড়া অ্যাপারেলে অংশ নিচ্ছে অ্যাডাম অ্যাপারেলস, আমা সিনট্যাক্স, বঙ্গ গার্মেন্টস, ব্লু প্ল্যানেট নিটওয়ার, ডেলফিটেক্স ইন্ডাস্ট্রি/রেদওয়ান টেক্স অ্যান্ড অ্যাপারেলসসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান।

এ প্রসঙ্গে বঙ্গ গার্মেন্টের পরিচালক ওমর চৌধুরী বলেন, ‘ইউরোপের সেরা এই প্রদর্শনীতে প্রথমবারের মতো আমরা অংশ নিলেও বিভিন্ন স্টল ঘুরে খুব উৎসাহিত হচ্ছি আমাদের পণ্য নিয়ে।’ এবারের প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট এক হাজার ১৮২ প্রদর্শক অংশ নিচ্ছে। ১৩ হাজার দর্শনার্থী এই প্রদর্শনীতে আসে।

মন্তব্যসাতদিনের সেরা