kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

এমটিবি ইউনিয়নপে কার্ড চালু

বাণিজ্য ডেস্ক   

২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএমটিবি ইউনিয়নপে কার্ড চালু

এমটিবি : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ইউনিয়ন পেইন্টার ন্যাশনাল যৌথভাবে দেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক হিসেবে ইউনিয়নপে কার্ড চালু করেছে। অনুষ্ঠানে ইউনিয়ন পেইন্টার ন্যাশনালের সিইও চাইজিয়ানবো, এমটিবির চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ইউনিয়ন পেইন্টার ন্যাশনাল যৌথভাবে দেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক হিসেবে ইউনিয়নপে কার্ড চালু করেছে। এ ছাড়া এমটিবি ইউনিয়নপে কিউআর কোড পেমেন্ট, ডিজিটাল ওয়ালেট এবং ভার্চুয়াল কার্ড চালু করেছে। এই অনুষ্ঠানে ইউনিয়ন পেইন্টার ন্যাশনালের সিইও চাইজিয়ানবো, এমটিবির চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ, সাবেক চেয়ারম্যান রাশেদ এ চৌধুরী, এম এ রউফ জেপি এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ খান উপস্থিত ছিলেন।

এমটিবি এবং ইউনিয়ন পেইন্টার ন্যাশনাল গত মার্চে চীনের সাংহাইয়ে একটি সর্বোচ্চ নিরাপত্তাসংবলিত এবং অভিনব পেমেন্ট সার্ভিস চুক্তি করে।

মন্তব্যসাতদিনের সেরা