kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

আজ ভোলা সফর করবেন সুরেশ প্রভু

ভোলা প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআজ ভোলা সফর করবেন সুরেশ প্রভু

আজ মঙ্গলবার ভোলায় সফর করবেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প এবং অসামরিক বিমান মন্ত্রী সুরেশ প্রভু। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে তিনি ভোলা জেলা সফর করবেন বলে জানা যায়। এ সময় তিনি ভোলার বাংলাবাজারের স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করবেন। এ ছাড়া ফাতেমা খানম ট্রাস্টের ফাতেমা খানম বৃদ্ধাশ্রম, ফাতেমা খানম কলেজ ও আজাহার-ফাতেমা খনম মেডিক্যাল কলেজও পরিদর্শন করবেন ভারতীয় বাণিজ্যমন্ত্রী।

তিনি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা দেখার জন্য ভোলার কোড়ালিয়া গ্রামসহ কয়েকটি গ্রাম পরিদর্শন করবেন বলে জানান ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।

দুপুরে বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ অডিটরিয়ামে ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে উভয় দেশের মন্ত্রীর উপস্থিতিতে এক মতবিনিময় সভায় বক্তব্য দেবেন।

মন্তব্যসাতদিনের সেরা