kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

বাজারে এলো মটোরোলার তিনটি স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাজারে এলো মটোরোলার তিনটি স্মার্টফোন

মটোরোলার নতুন স্মার্টফোনের উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলকসহ অন্যরা

১০ বছর পর রবির সঙ্গে সহযোগিতায় বাংলাদেশের বাজারে নতুন মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ ও মটো ই-ফাইভ প্লাস স্মার্টফোন আনল বিশ্বের অন্যতম হ্যান্ডসেট নির্মাতা কম্পানি মটোরোলা। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে কম্পানিটির সর্বশেষ মডেলের এই স্মার্টফোনগুলোর উদ্বোধন করা হয়। এই হ্যান্ডসেটগুলো রবির ই-কমার্স সাইট রবিশপে পাওয়া যাবে। মটো ডিভাইসের জাতীয় পরিবেশক হিসেবে দেশের বাজারে মটোরোলা ব্র্যান্ডটি এনেছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম ম্যানেজমেন্টের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ এবং স্মার্ট টেকনোলজিস বিডির চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম, গ্রুপ ডিরেক্টর এমডি জাফর আহমেদ ও ডিরেক্টর শাকিব আরাফাত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ ও মটো ই-ফাইভ প্লাস হ্যান্ডসেটগুলোর দাম যথাক্রমে ১১ হাজার ৯৯০, ১৪ হাজার ৯৯০ ও ১৯ হাজার ৯৯০ টাকা।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘মোবাইল ফোন যারা আবিষ্কার করেছে সেই কম্পানি মটোরোলা বাংলাদেশে নতুনভাবে যাত্রা শুরু করল। এটা আমাদের জন্য খুবই ভালো সংবাদ। অন্যদিকে মটোরোলা হ্যান্ডসেট উদ্বোধনের সহযোগী রবি এরই মধ্যে দেশজুড়ে ৪.৫জি নেটওয়ার্ক স্থাপন করেছে। সেই নেটওয়ার্ক এবং নতুন এই হ্যান্ডসেটগুলোর সমন্বয়ে ইন্টারনেটের বিস্তার অব্যাহত থাকবে বলে আমাদের প্রত্যাশা।’

মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘রবি’র ই-কমার্স সাইট রবিশপ এবং রবির সহায়ক ই-কমার্স ব্র্যান্ড ডিজিরেডর সহযোগিতায় দেশজুড়ে গ্রাহকরা খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত হ্যান্ডসেটটি কিনতে পারবে বলে আমাদের প্রত্যাশা।’

 

মন্তব্যসাতদিনের সেরা