kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

ত্রিশালে মিনিস্টারের নতুন কারখানা

বাণিজ্য ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের ইলেকট্রনিকস বাজার সমৃদ্ধ করতে ময়মনসিংহের ত্রিশালে আগামীকাল শনিবার উদ্বোধন হচ্ছে মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিকসের নতুন কারখানা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর উদ্বোধন করবেন বলে কম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

‘আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ’—এই স্লোগানে প্রায় ২০০ বিঘা জমির ওপর নির্মিত হয়েছে এই কারখানাটি। পাঁচ হাজারের অধিক কর্মসংস্থানের পাশাপাশি এতে উৎপাদিত পণ্য দেশের বাইরেও রপ্তানি হবে বলে জানান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড মিডিয়া কে এম জি কিবরিয়া। তিনি বলেন, ‘কারখানায় প্রতিদিন প্রায় ১০ হাজার রেফ্রিজারেটর ও এসির কমপ্লিট উৎপাদন হবে।’

মন্তব্যসাতদিনের সেরা