kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বাণিজ্য ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নিলুফার জাফরুল্লাহ, এমপি এবং মাস্টার আবুল কাশেম মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদে যথাক্রমে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৬তম সভায় তাঁদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। নিলুফার জাফরুল্লাহ ২০১৩ সাল থেকে মিডল্যান্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। একজন স্থপতি হিসেবে, তিনি ২৫ বছরেরও বেশি সময় শিক্ষা ও উন্নয়নে অবদান রেখেছেন। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য।

আবুল কাশেম মিডল্যান্ড ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি ২৬ বছর ধরে লৌহ ও ইস্পাত শিল্পে জড়িত। তিনি ২০০৯, ২০১০, ২০১১ এবং ২০১৬ সাল পর্যন্ত চার বছরে চট্টগ্রাম জেলার সর্বোচ্চ করদাতা মনোনীত হন।

মন্তব্য



সাতদিনের সেরা