kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

নাটোরে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোর প্রতিনিধি   

২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্য-প্রযুক্তির সমৃদ্ধিই বাংলাদেশের সমৃদ্ধি। আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ও এর সঙ্গে অপার সম্ভাবনাময় যুবশক্তির সংযোগ ঘটিয়ে সহজেই এই সমৃদ্ধি অর্জন করা সম্ভব।

গতকাল বুধবার নাটোরের সিংড়া উপজেলার শেরকোলে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক এসব কথা বলেন। ৫.২০ একর জমির ওপর ১৫৪ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে এই হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি হোসনে আরা বেগম, নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো ও দমদমা পাইলট স্কুল ও কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। সভাপতিত্ব করেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে কলেজের আইটি ভবনের সম্প্রসারিত তৃতীয় ও চতুর্থ তলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

 

মন্তব্যসাতদিনের সেরা