kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

লিনেক্স পণ্য রবি শপে

বাণিজ্য ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলিনেক্স পণ্য রবি শপে

লিনেক্স : রবি আজিয়াটা লিনেক্সের সব পণ্য রবি শপের মাধ্যমে ক্রেতাদের কাছে বিক্রি করবে। গুলশানের একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে চুক্তি সই করেন লিনেক্সের সিওও গোলাম শাহরিয়ার কবীর এবং রবি আজিয়াটার আইওটি ও প্রডাক্ট ইনোভেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শওকত কাদের চৌধুরী

লিনেক্স ইলেকট্রনিকস বিডি ও রবি আজিয়াটার মধ্যে সম্প্রতি একটি ব্যাবসায়িক চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী রবি শপের মাধ্যমে লিনেক্সের সব পণ্য ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। গুলশানের একটি হোটেলে সম্প্রতি চুক্তি সই করেন লিনেক্সের সিওও গোলাম শাহরিয়ার কবীর এবং রবি আজিয়াটার আইওটি ও প্রডাক্ট ইনোভেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শওকত কাদের চৌধুরী। এ সময় লিনেক্স ইলেকট্রনিকসের সিইও কে এম আলী এবং রবির সাপ্লাই চেইনের জিএম আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আলম উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসাতদিনের সেরা