kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ব্রুনেই

নিজস্ব প্রতিবেদক   

১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে ব্রুনেই। এফবিসিসিআইয়ের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সভায় এ কথা জানান ব্রুনেইয়ের সফররত প্রতিনিধিদলের সদস্যরা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সচিব সিটি নোরিশান আব্দুল গাফর। এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় এফবিসিসিআই পরিচালক শারিতা মিল্লাত, প্রীতি চক্রবর্তী, এস এম শফিউজ্জামান, মো. নিজাম উদ্দিন, কোহিনুর ইসলাম অংশ নেন। বাংলাদেশ সরকারের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে ওষুধ, হিমায়িত খাদ্য ও স্বাস্থ্য খাতে যৌথ বিনিয়োগের জন্য ব্রুনেই প্রতিনিধিদলকে আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

গনিম ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুর রহমান এবং ব্রুনেইয়ের বিদেশি বিনিয়োগ উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক ফেরদৌস হাজি আব্দুল কাদের প্রতিনিধিদলের পক্ষে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ১১ লাখ ১০ হাজার ইউএস ডলারের পণ্য ব্রুনেইয়ে রপ্তানি করে এবং ব্রুনেই থেকে এক লাখ ১০ হাজার ডলারের পণ্য আমদানি করে।

 

মন্তব্য