kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

বিদেশি বিনিয়োগ কমেছে বিদায়ী অর্থবছরে

নিজস্ব প্রতিবেদক   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপর পর তিন বছর প্রবৃদ্ধির পর বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে। এ সময়ে রেকর্ড পরিমাণে আমদানি বাড়লেও সে তুলনায় বিদেশি বিনিয়োগের হার নগণ্য। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য অর্থবছরে এফডিআই এসেছে ২৭৯ কোটি ৮০ লাখ ডলার, যা এর আগের (২০১৬-১৭) অর্থবছরের চেয়ে ৭.৯০ শতাংশ কম। অন্যদিকে শেয়ারবাজারেও বিদেশি বিনিয়োগ কমেছে। অর্থবছর শেষে শেয়ারবাজারে ৩৬ কোটি ৫০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যা তার আগের অর্থবছরে ছিল ৪৫ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের করা ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) অনুযায়ী আগের অর্থবছরের তুলনায় মধ্য ও দীর্ঘ মেয়াদে বিদেশি ঋণ গ্রহণের পরিমাণও বেড়েছে। আর্থিক হিসাবের ভারসাম্য থেকে দেখা যাচ্ছে, এ ধরনের ঋণ এসেছে ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৭৯.৭৭ শতাংশ বেশি। বিদেশি ঋণ বাড়লেও বিদেশি বিনিয়োগ কমে এসেছে।

সর্বশেষ এফডিআই কমেছিল ২০১৪ সালে। সে বছর ১৪.৪৫ শতাংশ বিনিয়োগ কম হয়েছিল আগের বছরের তুলনায়।

মন্তব্য