kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

নারায়ণগঞ্জে ১৫০ শ্রমিক পরিবারকে তিন কোটি টাকা দিল বিকেএমইএ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে ১৫০ জন মৃত শ্রমিকের পরিবারের মধ্যে গ্রুপ বীমার তিন কোটি টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠের বিকেএমইএর প্রধান কার্যালয়ে শ্রমিকদের হাতে চেক তুলে দেন বিকেএমইএর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মো. হুমায়ুন কবির খান শিল্পী, পরিচালক মঞ্জুরুল হক, মুজিবুর রহমান, শামীম আহমেদ, শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, এম এম ভূঁইয়া, আব্দুস সোবহান, বিকেএমইএর প্রধান নির্বাহী কর্মকর্তা সুলভ চৌধুরী প্রমুখ।

চেক বিতরণ অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন, আজকে ১৫০ জন মৃত শ্রমিকের পরিবারকে তিন কোটি টাকা দেওয়া হলো। এর আগে ৪২৯ জন মৃত শ্রমিকের পরিবারের মধ্যে আট কোটি ৫৮ লাখ টাকার গ্রুপ বীমার চেক হস্তান্তর করা হয়েছিল। এ পর্যন্ত সর্বমোট ৫৭৯ জন শ্রমিকের মধ্যে ১১ কোটি ৫৮ লাখ টাকার গ্রুপ বীমার চেক হস্তান্তর করা হলো।

মন্তব্যসাতদিনের সেরা