kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

ইনভার্টার প্রযুক্তির নতুন এসি আনল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক   

৮ মার্চ, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএয়ারকন্ডিশনার বা এসি বিক্রির মৌসুম গরমকালে এর চাহিদা বাড়ে। দেশের বাজারে প্রতিবছর তিন লাখের মতো এসি বিক্রি হয়। এই বাজারের বেশির ভাগ পণ্য সরবরাহের নানা প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে ওয়ালটন। এরই অংশ হিসেবে দেশীয় এই ব্র্যান্ড বাজারে এনেছে স্মার্ট, আয়নাইজার ও ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির নতুন এসি। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ওয়ালটন প্রতিষ্ঠা করেছে সর্ববৃহৎ এসি গবেষণা ও উন্নয়ন বিভাগ। তারা নিয়মিত গবেষণার মাধ্যমে তৈরি করছে সঠিক বিটিইউসম্পন্ন (ব্রিটিশ থারমাল ইউনিট) এসি। গ্রাহকদের চাহিদা মোতাবেক ওয়ালটন বাজারে আনছে সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এসি।

ওয়ালটন এসির চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী ইসহাক রনি বলেন, ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান যাচাই করে বাজারে ছাড়া হয়। এসির দীর্ঘস্থায়ীত্বের জন্য ব্যবহার করা হয়েছে গোল্ডেন ফিন। সম্প্রতি ওয়ালটন এসিতে সংযোজন করা হয়েছে আয়নাইজার প্রযুক্তি। এটি ব্যবহারের ফলে রুম ঠাণ্ডা করার পাশাপাশি বাতাসকে করে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়ামুক্ত। তিনি জানান, নিয়মিত গবেষণার মাধ্যমে ওয়ালটনের প্রকৌশলীরা বাজারে নিয়ে এসেছেন মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য আইওটি বেজড স্মার্ট এসি, যা কিনা এসিতে প্রতিদিন বা মাসিক বিল আসছে কত, ভোল্টেজ লো না হাই, কম্প্রেসার কি ওভারলোডে চলছে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর দেবে। দেশের বাজারে ওয়ালটনই প্রথমবারের মতো স্মার্ট এসি নিয়ে এসেছে। ওয়ালটন চলতি বছর স্থানীয় বাজারে আনছে সিলিং ও ক্যাসেট টাইপের এসি।

মন্তব্যসাতদিনের সেরা