kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

প্রয়াত স্টিব জবসের স্ত্রী

৮ মার্চ, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রয়াত স্টিব জবসের স্ত্রী

আমেরিকার অন্যতম ধনকুবের লরেন পাওয়েল জবস, তিনি প্রয়াত স্টিব জবসের স্ত্রী। ব্যবসা-বাণিজ্যসহ নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত লরেন ১৯ বিলিয়ন ডলারের মালিক। তিনি ওয়াল্ট ডিজনে কম্পানির শেয়ারহোল্ডার, এমারসন কালেক্টিভের প্রতিষ্ঠাতা এবং প্রাকৃতিক খাদ্য কম্পানি টেরাভেরার সহপ্রতিষ্ঠাতা। আমেরিকার করপোরেট জগতে লরেন অন্যতম প্রভাবশালী নারী।

 

লরেন পাওয়েল জবস

সহপ্রতিষ্ঠাতা, টেরাভেরা

মন্তব্য