kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

বেসিস নির্বাচন ৩১ মার্চ

৪০ জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

বাণিজ্য ডেস্ক   

৫ মার্চ, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের তথ্য-প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের ২০১৮-১৯ সেশনের নির্বাচন হবে ৩১ মার্চ। ২ বছর মেয়াদের জন্য ৯ পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড। এতে মনোনয়নপত্র জমা দেওয়া ৪০ জনের নামই রয়েছে। বেসিস নির্বাচন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং সদস্য নাজিম ফারহান চৌধুরী স্বাক্ষরিত প্রাথমিক প্রার্থী তালিকা গতকাল বিকেলে প্রকাশ করা হয়। নির্বাচনে অংশ নিতে জেনারেল সদস্য ক্যাটাগরিতে ৩৪ এবং অ্যাসোসিয়েটে ৬ জন প্রার্থী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কারো আপত্তি থাকলে ৭ মার্চ তারিখে নির্বাচন আপিল বোর্ডে তা দেওয়া যাবে। যদি কোনো আপত্তি পড়ে তাহলে ১০ মার্চ আপিল বোর্ড তার শুনানি করবে।

মন্তব্যসাতদিনের সেরা