kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

ওয়েস্টার্ন মেরিনের লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ষষ্ঠ বিশেষ সাধারণ সভা এবং ১৭তম বার্ষিক সাধারণ সভা গত শনিবার চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেনসহ প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সভায় সাইফুল ইসলাম শেয়ারহোল্ডারদের প্রতি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান এবং সংশ্লিষ্ট বছরগুলোর জাহাজ নির্মাণশিল্পের প্রবৃদ্ধির সম্ভাবনা এবং এর কার্যাদিসহ অপারেশনাল ফলাফলের চিত্র তুলে ধরেন।

উল্লেখ্য, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পরিচালনা পর্ষদ ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ শতাংশ হারে নগদ ও ১২ শতাংশ হারে শেয়ার লভ্যাংশের প্রস্তাব করেন। শেয়ারহোল্ডাররা উপরোল্লিখিত অর্থবছরের জন্য প্রস্তাবিত লভ্যাংশ অনুমোদন করেন।

মন্তব্যসাতদিনের সেরা