kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

এসডিজিতে ভূমিকা রাখবে পরিবেশবান্ধব গ্রাম উন্নয়ন

নিজস্ব প্রতিবেদক   

২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতিসংঘ ঘোষিত ১৫ বছর মেয়াদি (২০১৬-৩০) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে পরিবেশবান্ধব গ্রাম উন্নয়ন সহায়ক বড় ধরনের ভূমিকা পালন করতে পারে বলে এক কর্মশালায় বিশেষজ্ঞরা এমন অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সামনে অনেক মাধ্যম আছে; যেগুলো কাজে লাগানো যেতে পারে। গ্রিন হাউস গ্যাস কম নিঃসরণের পাশাপাশি জ্বলানি দক্ষতার উন্নয়নে সৌরবিদ্যুতের ব্যবহার, উন্নত চুলা ও বাসাবাড়িতে বায়োগ্যাস প্লান্ট, জৈব চাষাবাদ এবং বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে বেসরকারি সংস্থা ইকুইটিবিডির কার্যালয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমান।

কর্মশালায় বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করার উদ্দেশ্যে সরকারকে পরিবেশবান্ধব গ্রাম উন্নয়নকে প্রধান কৌশল হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। তাঁরা বলেন, পরিবেশবান্ধব গ্রাম উন্নয়নে সরকারকে অবশ্যই প্রয়োজনীয় নীতি ও কারিগরি প্রণোদনা নিশ্চিত করতে হবে যাতে দীর্ঘ মেয়াদে উন্নয়ন টেকসই হতে পারে।

মন্তব্য