kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

মোংলায় সেনা সিমেন্ট ও সেনা এলপিজি প্লান্টের উদ্বোধন

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি   

১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমোংলায় সেনা সিমেন্ট ও সেনা এলপিজি প্লান্টের উদ্বোধন

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক মোংলা বন্দর এলাকায় ‘সেনা এলপিজি’ ব্র্যান্ডের ফ্যাক্টরি উদ্বোধন করেন। ছবি : আইএসপিআর

বাগেরহাটের মোংলায় সেনা সিমেন্ট এবং সেনা এলপিজি প্লান্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে ওই দুটি প্লান্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ‘সেনা কল্যাণ সংস্থা তথা সশস্ত্র বাহিনীর জন্য আজ একটি বিশেষ দিন। সেনা কল্যাণ সংস্থার এই অর্জন শুধু নতুন দুটি প্রকল্পের বাস্তবায়নই নয় বরং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ কার্যক্রম প্রসারে একটি অনন্য মাইলফলক। একই সঙ্গে এটি অর্থনৈতিক সমৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য প্রয়াসও বটে।’

সেনাপ্রধান আরো বলেন, ‘এসব প্রকল্প থেকে অর্জিত মুনাফা অবসরপ্রাপ্ত শহীদ এবং মৃত ও দুস্থ সেনা সদস্য এবং তাঁদের পরিবারের কল্যাণে ব্যয় হয়ে থাকে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১০ লক্ষাধিক ব্যক্তি এই সুবিধার আওতায় এসেছেন। সেনা সিমেন্ট এবং সেনা এলপিজি দুটি প্রকল্প অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত। উন্নতমানের পণ্য এবং সুনাম ও আস্থা আমাদের মূল পুঁজি।’ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান ও সেনা সিমেন্ট এবং সেনা এলপিজি প্লান্টের প্রকল্প পরিচালক কর্নেল মোহাম্মদ নুরুল ইসলাম। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য