kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

রাজশাহী ও রংপুরে মিলবে টোটালের মোটরসাইকেল ইঞ্জিন অয়েল

বাণিজ্য ডেস্ক   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহী ও রংপুরে মিলবে টোটালের মোটরসাইকেল ইঞ্জিন অয়েল

রাজশাহী ও রংপুর বিভাগে সুপার স্ট্রং ফিল্ম (এসএসএফ) টেকনোলজি সম্পন্ন টোটাল হাই-পিইআরএফ ফোরটি স্পেশাল মোটরবাইক অয়েল বাজারজাত শুরু করল টোটাল লুব্রিকেন্টস।

চাঁপাইনবাবগঞ্জে গত রবিবার থেকে উদ্বোধনী ক্যাম্পেইন শুরু হয়েছে। পর্যায়ক্রমে নাটোর, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার ফিলিং স্টেশনগুলোতে এ ক্যাম্পেইন চলবে। এর আগে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাজারজাত করা হয় এ মোটরবাইক অয়েল। সিঙ্গাপুর থেকে আমদানীকৃত এই বিশেষ ইঞ্জিন অয়েল ম্যানুয়াল গিয়ারসহ সব ধরনের ফোর স্ট্রোক ইঞ্জিনসম্পন্ন মোটরবাইককে সুরক্ষা দেবে।

টোটাল হাই-পিইআরএফ ফোরটি স্পেশালে থাকা এসএসএফ টেকনোলজি মোটরসাইকেলের ইঞ্জিনকে স্প্রিংয়ের মতো সুরক্ষা দেয়।

মন্তব্যসাতদিনের সেরা