kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

সংক্ষিপ্ত সংবাদ

শার্প ফ্রিজে মূল্যছাড়

বাণিজ্য ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈদুল আজহা উপলক্ষে শার্প ফ্রিজে রয়েছে মডেল ভেদে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। সেই সঙ্গে ইনভার্টার, সাইড বাই সাইড, ফোর ডোর এবং সিক্স ডোর মডেলে শার্প রাইস কুকার অথবা শার্প ব্লেন্ডার ফ্রি। সম্প্রতি শার্প ডিপ ফ্রিজের বেশ কয়েকটি মডেলও বাজারজাত করা হচ্ছে। জাপানি প্রযুক্তির উন্নতমানের এসব ডিপ ফ্রিজ ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। বাংলাদেশে শার্পের একমাত্র পরিবেশক এসকোয়্যার ইলেকট্রনিকস। ১৯৬ থেকে সর্বোচ্চ ৯০০ লিটার ক্যাপাসিটি পর্যন্ত বিভিন্ন কালার ভেদে ৩২টি মডেলের রেফ্রিজারেটর রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা