kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

যাত্রা শুরু করল ই-ক্যাব

নিজস্ব প্রতিবেদক   

৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেই-কমার্স খাতের উন্নতির লক্ষ্যে যাত্রা শুরু করল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের প্রায় ৭০টি প্রতিষ্ঠান ই-ক্যাবের সদস্য হয়েছে। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গতকাল শনিবার বিকেলে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। সংবাদ সম্মেলনে ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

রাজিব আহমেদ বলেন, 'আমাদের পর্যটনশিল্প, শিক্ষাসহ সব ক্ষেত্রে ই-কমার্সের ছোঁয়া লাগবে। দেশের প্রতিটি জেলার বিখ্যাত পণ্যগুলো অনলাইন শপিংসাইটের মাধ্যমে চলে যাবে সারা বিশ্বে। এ লক্ষ্যকে সামনে রেখেই যাত্রা শুরু করছে ই-ক্যাব।'

অনলাইনে নিরাপদে লেনদেনের বিষয়ে রাজিব আহমেদ বলেন, 'কয়েক শ ই-কমার্স প্রতিষ্ঠান থাকলেও আইন ও অবকাঠামো না থাকায় নিরাপদ লেনদেন করা সম্ভব হচ্ছে না। কোনো উপযুক্ত প্রতিষ্ঠান নেই যারা ই-কমার্সের প্রতারণা রোধে কাজ করছে। এসব সমস্যাসহ পণ্য এবং সেবা সরবরাহ সমস্যা সমাধানে কাজ করবে ই-ক্যাব।'

অনুষ্ঠানে শিক্ষাসচিব এন আই খান বলেন, অনলাইন ব্যবসায় বড় সমস্যা হচ্ছে সময় মতো গ্রাহকের কাছে পণ্য পৌঁছতে না পারা। তাই এ সমস্যা সমাধানে ডাক বিভাগকে সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সৈয়দা গুলশান ফেরদৌস, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল প্রমুখ।

 

 

মন্তব্যসাতদিনের সেরা