মেলা প্রাঙ্গণে সুপারমম করেছে একটি বিশেষ স্টলের ব্যবস্থা
সাধারণত বাণিজ্য মেলায় ব্রেস্ট ফিডিং ও ডায়াপার পরিবর্তন করার জন্য কোনো সুবিধাজনক জায়গা থাকে না। খোলা জায়গায় এসব কাজে মায়েদের মধ্যে এক অস্থিরতা কাজ করে। তাই মা ও শিশুর স্বাস্থ্যের জন্য
মেলা প্রাঙ্গণে সুপারমম করেছে একটি বিশেষ স্টলের ব্যবস্থা।
সেখানে বিনা মূল্যে দেওয়া হচ্ছে তিনটি সেবা। এগুলো হলো ব্রেস্ট ফিডিং কর্নার, ডায়াপার পরিবর্তনের কর্নার এবং মা ও শিশুর জন্য ফ্রি ডাক্তারি পরামর্শ। এ সেবা মেলার শেষ দিন পর্যন্ত পাওয়া যাবে।
মেলায় যেসব মা স্টলে আসছেন তাঁদের বিনা মূল্যে সেনোরা স্যানিটারি ন্যাপকিন ও সুপারমম ডায়াপার দেওয়া হচ্ছে। এই স্টলে যিনি শিশুর ডায়াপার পরিবর্তন করতে আসেন, তাঁর আর ডায়াপার নিয়ে আসা লাগে না।
মন্তব্য