kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

এফএও প্রতিবেদন

নভেম্বরে বিশ্ববাজারে বেড়েছে মাংস ও ভোজ্য তেলের দাম

বাণিজ্য ডেস্ক   

১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনভেম্বরে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম আগের মাসের তুলনায় বেড়েছে ২.৭ শতাংশ। আর গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৯.৫ শতাংশ। মূলত এ সময়ে ভোজ্য তেল ও মাংসের দাম বাড়ার ফলে খাদ্যপণ্যের গড় মূল্য বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি (এফএও) সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গড় ১৭৭ দশমিক ২ পয়েন্টের ওপর ভিত্তি করে এবারের প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ অনুযায়ী চলতি বছরের নভেম্বরে খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

এফএওর মূল্যসূচক প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্য তেলের দাম। এ সময় ভোজ্য তেলের মূল্যসূচক বেড়েছে ১০.৪ শতাংশ। আগামী বছর থেকে বায়োডিজেল খাতে পাম অয়েলের ব্যবহার বৃদ্ধির ফলে ভোজ্য তেলটির সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ভোজ্য তেলটির আমদানি বাড়িয়েছে ভোক্তা দেশগুলো। আর এতেই চাঙ্গা হয়েছে পাম অয়েলের বাজার। পাশাপাশি বেড়েছে সয়াবিন ও সরিষা তেলের দামও।

অন্যদিকে এ সময় মাংসের মূল্যসূচক আগের মাসের তুলনায় বেড়েছে ৪.৬ শতাংশ, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। আর এ সময়ে আন্তর্জাতিক বাজারে চিনির দাম ছিল ঊর্ধ্বমুখী। নভেম্বরে চিনির মূল্যসূচক বেড়েছে ১.৮ শতাংশ। আগামী বছর আন্তর্জাতিক বাজারে চিনির ব্যবহার উৎপাদনকে ছাড়িয়ে যাবে এমন পূর্বাভাসে পণ্যটির দাম বেড়েছে। মূলত অন্যতম শীর্ষ চিনি উৎপাদক দেশ থাইল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র, ফ্রান্সে আগামী মৌসুমে চিনির উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ভোজ্য তেল, চিনি ও মাংসের মতো মূল্যসূচক বেড়েছে দুগ্ধপণ্যেরও। টানা দুই মাস নিম্নমুখী থাকার পর নভেম্বরে দুগ্ধপণ্যের দাম কিছুটা বেড়েছে। মূলত দুগ্ধপণ্যের শীর্ষ উৎপাদন অঞ্চল ইউরোপে এ সময়ে উৎপাদন কমতির দিকে ছিল।

মন্তব্যসাতদিনের সেরা