kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

রেমিট্যান্স বাড়লেও কমছে জিডিপিতে অবদান

নিজস্ব প্রতিবেদক   

৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগত কয়েক বছর ধারাবাহিক বাড়ছে রেমিট্যান্স। তবে অর্থনীতির আকার যে হারে বাড়ছে এর সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না এই সূচক। ফলে পরিমাণে বাড়লেও মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ সূচকের অবদান কমছে।

বর্তমানে জিডিপিতে এ সূচকের অবদান ৫ শতাংশের ঘরে নেমে এসেছে। অথচ ২০০৮-০৯ থেকে ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত এর অবদান ৯ শতাংশের বেশি ছিল। বাংলাদেশ ব্যাংকের হালানাগাদ প্রতিবেদনে দেখা যায়, ২০১২-১৩ অর্থবছরের পর থেকে জিডিপিতে রেমিট্যান্সের অবদান কমতে শুরু করেছে। ওই অর্থবছরে জিডিপিতে রেমিট্যান্সের অবদান ছিল ৯.৬৪ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরে তা কমে ৮.২১ শতাংশ; ২০১৪-১৫ অর্থবছরে ৭.৮৭ শতাংশ, ২০১৫-১৬ অর্থছরে ৬.৭৬ শতাংশ ও ২০১৬-১৭ অর্থবছরে ৫.১১ শতাংশে নেমে আসে। তবে ২০১৭-১৮ অর্থবছরে অবদান কিছুটা বেড়ে ৫.৪৭ শতাংশে উন্নীত হলেও ২০১৮-১৯ অর্থবছরে আবার অবনতি হয়ে ৫.৪৩ শতাংশে নেমেছে।

শুধু জিডিপিতেই নয়, শীর্ষ রেমিট্যান্স আহরণকারী দেশগুলোর তালিকায়ও অবনমন হয়েছে বাংলাদেশের। ২০১২ সালে শীর্ষ রেমিট্যান্স আহরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সপ্তম অবস্থানে ছিল; কিন্তু বর্তমানে কয়েক ধাপ অবনতি হয়ে ১১ নম্বরে উঠেছে।

মন্তব্যসাতদিনের সেরা