kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

সেরা করদাতা

টেক্সটাইলেস সেরা এসিএস

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটেক্সটাইলেস সেরা এসিএস

মাসুদ দাউদ আকবানী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেক্সটাইল্স ক্যাটাগরীতে জাতীয়ভাবে সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন এসিএস টেক্সটাইল্স (বাংলাদেশ) লিমিটেড। এসিএস টেক্সটাইল্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ দাউদ আকবানী টেক্সটাইল ক্যাটাগরীতে ২০১৮-২০১৯ কর বছরে জাতীয়ভাবে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার হোটেল রেডিসন ব্লুতে জাতীয় রাজস্ব বোর্ড মনোনীত জাতীয়ভাবে সেরা করদাতাদের এই ট্যাক্স কার্ড  ও সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মসিউর রহমান, অর্থমন্ত্রনালয়ের সভাপতি আবুল হাসান মাহমুদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া। বিভিন্ন ক্যাটাগরীতে সেরা করদাতা হিসাবে ৭৬ ব্যক্তি ও ৬৭ প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননা তুলে দেয়া হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা