kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

আইসিসিবিতে ডেনিম এক্সপো ৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক   

১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী ৫ ও ৬ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে দুই দিনের ১১তম বাংলাদেশ ডেনিম এক্সপো ২০১৯। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ডেনিম এক্সপো। ডেনিম এক্সপোর এবারের প্রতিপাদ্য বিষয় ‘রেসপনসিবিলিটি’। সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে এবং পরিবেশবান্ধব উপায়ে পোশাক খাতের উৎপাদন ও টেকসই করা যায় এমন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে এবারের প্রদর্শনীতে। এই আয়োজনে বিশ্বের ডেনিম উৎপাদনকারী দেশগুলোর ৯১টি স্টল থাকবে। এতে ফ্যাব্রিকস, গার্মেন্ট, সুতা, পোশাক খাতের অত্যাধুনিক যন্ত্রপাতি, অ্যাকসেসরিজ। এ ছাড়া দিনব্যাপী সেমিনার, পণ্য প্রদর্শনী ইত্যাদি থাকবে।

ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ডেনিম এক্সপোর মূল উদ্দেশ্যই হলো বিশ্ববাজারে ডেনিম সম্প্রদায়ের চাহিদা পূরণ করার পাশাপাশি দেশের ডেনিম পণ্য সম্পর্কে বিশ্ববাসীকে জানানো।’

মন্তব্যসাতদিনের সেরা