kalerkantho

শুক্রবার । ১৭ জানুয়ারি ২০২০। ৩ মাঘ ১৪২৬। ২০ জমাদিউল আউয়াল ১৪৪১     

প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ২৮%

বাণিজ্য ডেস্ক   

৪ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ২৮%

প্রাইম ব্যাংক : ২০১৯ সালের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এমডি ও সিইও রাহেল আহমেদ এবং ডিএমডি মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন

মুনাফা ও আমানত বেড়েছে প্রাইম ব্যাংকের। বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৯৯.২৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৭.৪০ কোটি টাকা। ফলে এক বছর আগের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ২৮ শতাংশ। সম্প্রতি প্রাইম ব্যাংকের ২০১৯ সালের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। ব্যাংকের এমডি ও সিইও রাহেল আহমেদ এবং ডিএমডি ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রতিবেদনে জানানো হয়, বছরের প্রথম ছয় মাসে প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৮৮ টাকা, যা ২০১৮ সালের একই মেয়াদে ছিল ০.৬৮ টাকা। ব্যাংকের আমানত জুন ২০১৯ শেষে দাঁড়িয়েছে ২০,৮৮৮ কোটি টাকা, যা ২০১৮ সালের ডিসেম্বর শেষে ছিল ১৯,৭৫২ কোটি টাকা। জুন শেষে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১,৫৮৯ কোটি টাকা, আমদানি-রপ্তানি ব্যবসাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সূচনা বক্তব্যে ব্যাংকের এমডি ও সিইও রাহেল আহমেদ ব্যাংকের কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

মন্তব্যসাতদিনের সেরা