kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

নারী উদ্যোক্তা পণ্য মেলা ধানমণ্ডিতে

বাণিজ্য ডেস্ক   

১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারী উদ্যোক্তা পণ্য মেলা ধানমণ্ডিতে

মেলার উদ্বোধন শেষে স্টল ঘুরে দেখেন সংসদ সদস্য সেলিমা আহমাদ

নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসারে রাজধানীর ধানমণ্ডির ডাব্লিউভিএ অডিটরিয়ামে (হাউস-২০, ধানমণ্ডি-২৭) শুরু হয়েছে তিন দিনের উইবিডি উদ্যোক্তা পণ্য মেলা। উইমেন এন্টারপ্রেনারস বাংলাদেশের (উইবিডি) উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিমা আহমাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) মহাসচিব তৌহিদ আহমেদ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ব্র্যান্ড ও মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সায়েদ রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সেলিমা আহমাদ বলেন, এ ধরনের মেলার মাধ্যমে দেশের নারী উদ্যোক্তারা উৎসাহী ও অনুপ্রাণিত হবে এবং তারা এগিয়ে যাবে। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছে। মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। উইমেন এন্টারপ্রেনারস বাংলাদেশ-উইবিডির চেয়ারপারসন শারমিন আকতার সাজ বলেন, নারী উদ্যোক্তাদের প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা জোগাতে এবং উদ্যোক্তা ও ভোক্তার মাঝে সেতুবন্ধ গড়ে তুলতেই এই মেলা।

 

মন্তব্যসাতদিনের সেরা