kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা

শীর্ষ তিনে হুয়াউয়ে

বাণিজ্য ডেস্ক   

৩ নভেম্বর, ২০১৩ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশীর্ষ তিনে হুয়াউয়ে

নেতৃত্ব ধরে রাখতে স্মার্টফোন বাজারে ক্রমেই তীব্র হচ্ছে প্রতিযোগিতা। বছরের তৃতীয় প্রান্তিকে এসে স্যামসাং শীর্ষ স্থান দখলে রাখলেও প্রথমবারের মতো এলজিকে সরিয়ে তৃতীয় স্থান নিয়েছে চীনের হুয়াউয়ে। বিশ্লেষকরা বলছেন, তীব্র প্রতিযোগিতাপূর্ণ এ বাজারে চীনা কম্পানিগুলো দ্রুত জোরালো অবস্থান তৈরি করে নিচ্ছে। এমনকি হুয়াউয়ে শীর্ষ স্মার্টফোন কম্পানি হওয়ারও স্বপ্ন দেখছে।

আইডিসি জানায়, বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি হয় ২৫৮ দশমিক ৪ মিলিয়ন ইউনিট, যা এক বছর আগের একই সময়ের চেয়ে ৩৮.৮ শতাংশ বেশি। এতে নেতৃত্বে রয়েছে স্যামসাং। স্যামসাং চালান করে ৮১ দশমিক ২ মিলিয়ন স্মার্টফোন। এতে বাজারে কম্পানির অংশগ্রহণ বেড়ে হয় ৩১.৪ শতাংশ। অ্যাপল বিক্রি করে ৩৩ দশমিক ৮ মিলিয়ন আইফোন। কিন্তু কম্পানির বাজার অংশগ্রহণ এক বছর আগের ১৪.৪ শতাংশ থেকে কমে হয় ১৩.১ শতাংশ। তৃতীয় স্থানে এসেছে চীনের হুয়াউয়ে। কম্পানিটি এক বছর আগের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি করেছে ৭৬ শতাংশ। বিক্রি করেছে ১২ দশমিক ৫ মিলিয়ন স্মার্টফোন। হুয়াইয়ের বর্তমান বাজার অংশগ্রহণ বেড়ে হয়েছে ৪.৮ শতাংশ। এর পরের অবস্থানে রয়েছে আরেক চীনা কম্পানি লেনোভো। এএফপি।

 

 

 

 সাতদিনের সেরা