ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঘুম

  • ব্রত রায়
অন্যান্য
অন্যান্য
শেয়ার
ঘুম

নটায় অফিস পৌঁছাতে তার বাজল সাড়ে বারো

বড়সাবের মুখে তখন মেঘ জমেছে গাঢ়!

জানতে চেয়ে দেরির কারণ আবুল মিয়ার প্রতি

বলেন তিনি, আবুল তোমার কী করেছি ক্ষতি?

অফিস এটা আসা-যাওয়ার আছে নিয়মনীতি

আবুল ভাবে আজকে বোধ হয় হবে জবের ইতি!

বলল আবুল, কালকে রাতে ঘুম আসেনি চোখে

তাকিয়ে ছিলাম ছাদের দিকে তাই তো অপলকে

হঠাত্ কখন চোখ লেগেছে পাইনি সেটা টেরই

আজ সকালে সেই কারণেই উঠতে হলো দেরি

আবুল মিয়ার চোখের দিকে তাকিয়ে সোজাসুজি

সাহেব বলেন, আবুল তুমি ঘরেও ঘুমাও বুঝি?

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ