kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

মাঘের গরমে বাঘের শরম

আইডিয়া : ইন্দ্রজিত্ মণ্ডল

৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাঘের গরমে বাঘের শরম

মাঘের গরমে ঘুম আসে না। বসে বসে একটু চ্যাটিং করি!

♦ সবাই বলে, শীতকালে মানুষ কালো হয়ে যায়; কিন্তু শীতপ্রধান দেশের মানুষেরাই বেশি ফর্সা হয়।

♦ দাম দেখাতে বলি পুরনো চাল ভাতে বাড়ে; কিন্তু আমরাই চিকন চাল দাম দিয়ে কিনে খাই।

♦ ছোটবেলায় পড়েছি ‘পড়ালেখা করে যে, গাড়িঘোড়া চড়ে সে।’ কিন্তু স্বল্প শিক্ষিত ড্রাইভার ও অশিক্ষিত হেলপারই বেশি গাড়ি চড়ে।

♦ কথায় বলে, ‘স্বামী ভালো হলে স্ত্রীও ভালো হয়।’ কিন্তু বাস্তবে স্ত্রী রাগী হলে স্বামী ভালো হতে বাধ্য।

♦ প্রচলিত কথা, ‘পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’। কিন্তু বাস্তবে শুধু পরিশ্রম দিয়ে কিচ্ছু হয় না। মামা, চাচা ও ভাগ্যের জোরও লাগে।

♦ মাঘের শীত নাকি বাঘের গায়ে লাগে; কিন্তু বর্তমানে মাঘের গরমে বাঘও শরম পায়।

 

মন্তব্য